বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে সামাজিক
প্রতিষ্ঠান "পল্লী উন্নয়ন সংগঠন" এর উদ্দোগে অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের
মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার
বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আ,হ,ম,সাইদুর
রহমান খান। এ সময় তিনি বলেন, পল্লী উন্নয়ন সংগঠন ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি
বিভিন্ন সেবামূলক সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছে। সংগঠনটি থেকে প্রতি বছর অসহায়
দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি সহ বয়ষ্ক, বিধবা ও চিকিৎসা
ভাতা প্রদান করে আসছে। এছাড়া, শিক্ষার মানোন্নয়নে প্রতি বছর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা,
খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।এসময় উপস্থিত ছিলেন, বীরপাশা মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম, সহ. প্রধান শিক্ষক মো. রুহুল আমিন সহ বিদ্যালয়ের
অন্যান্য শিক্ষক বৃন্দ। আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র পরিবারের ৬জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে
দুই হাজার চারশত টাকা করে প্রদান করা হয়।