বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালী জেলা
প্রশাসক ড.
মোহাম্মদ শহীদুল
ইসলাম
বৃহস্পতিবার (৯
অক্টোবর) দিনভর
কর্মসূচিতে অংশ
নিতে
বাউফলে
সফর
করেন।
সকাল
থেকে
সন্ধ্যা পর্যন্ত তিনি
বিভিন্ন দপ্তর,
শিক্ষা
প্রতিষ্ঠান ও
সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত
সময়
কাটান।
দিনের
শুরুতে
তিনি
উপজেলা
পরিষদ
মিলনায়তনে সরকারি
কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল
সমাজের
প্রতিনিধি, সাংবাদিক ও
গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে
মতবিনিময় সভায়
যোগ
দেন।
সভার
শুরুতে
উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
আমিনুল
ইসলাম
প্রজেক্টরের মাধ্যমে জেলা
প্রশাসকের কর্মময়
জীবনের
উল্লেখযোগ্য দিক
তুলে
ধরেন।
একই
সঙ্গে
বাউফলের ইতিহাস,
ঐতিহ্য
ও
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর তথ্যচিত্র উপস্থাপন করা
হয়।
এ
সময়
ভ্রমণপিপাসুদের জন্য
সম্ভাবনাময় পর্যটন
এলাকা
হিসেবে
চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিচ্ছিন্ন ছয়টি
স্থানের সম্ভাবনা ও
গুরুত্ব তুলে
ধরা
হয়।
মতবিনিময় সভা
শেষে
জেলা
প্রশাসক ৪৩
জন
জুলাইযোদ্ধাদের হাতে
উপহারসামগ্রী তুলে
দেন
এবং
২৮টি
অসহায়
পরিবারের মাঝে
২৬
বান্ডেল ঢেউটিন
বিতরণ
করেন।
পরে
তিনি
উপজেলা
পরিষদের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন
এবং
সৌন্দর্যবর্ধনের অংশ
হিসেবে
একটি
কৃষ্ণচূড়া গাছ
রোপণ
করেন।
এছাড়া
তিনি
নবনির্মিত উপজেলা
অফিসার্স ক্লাব
উদ্বোধন করেন
এবং
মধ্যাহ্ন বিরতির
পর
১০টি
শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে
খেলাধুলার সরঞ্জাম বিতরণ
করেন।
দিনের
শেষভাগে জেলা
প্রশাসক বাউফলের ঐতিহ্যবাহী মৃৎশিল্প এলাকা
পরিদর্শন করেন
এবং
শিল্পীদের দক্ষতায় মুগ্ধ
হয়ে
ভূয়সী
প্রশংসা করেন।
তিনি
মৃৎশিল্পীদের সরকারিভাবে সহায়তা
ও
তাদের
কারুশিল্প আধুনিকায়নে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার আশ্বাস
দেন।
ওই সময় তার সফরসঙ্গী ছিলেন, ইউএনও আমিনুল ইসলাম, সহকারী
কমিশনার (ভূমি) সোহাগ মিলু, কৃষি অফসার মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
মুরাদ হোসেন বাউফল থানা অফিসার ইনচার্জ আকতারুজ্জামান সরকার, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান প্রমূখ।