বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :
পটুয়াখালী বাউফলের কালাইয়া গরুর হাটের দক্ষিণ পাশে ইকবাল কাজীর ৩ তলা ভবনে চুরি হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাত সারে ৯ টায় ভবন মালিক ইকবাল ও তার স্ত্রী বাসায় আসলে এই চুরির ঘটনা দেখতে পান। ইকবাল ও তার স্ত্রী জানান, নিচতলার দুইটি ফ্লাটের তালা ভেঙে বাসা বাড়িতে ব্যবহৃত মালামাল পানি উঠানোর মটর, ৮ কয়েল ইলেকট্রিক তার, ফ্যান, লাইট, হান্ডি পাতিল ও গ্যাসের চুলাসহ বিভিন্ন মালামাল এবং আরেকটি ফ্লাটের বিল্ডিংয়ের জন্য ব্যবহৃত রড, পাইপ সহ বিভিন্ন প্রকার মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় বাউফল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি মোঃ আকতারুজ্জামান সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।