বিডিফেস ডেক্স: 
বিডি ফেস ২৪ এর আইন উপদেষ্টা সুবেহ সাদিক এর বাবা এ, ওয়াই, এম, কামারুজ্জামান এর মৃত্যুতে বিডিফেস পরিবার শোকাহত। বিডিফেস এর চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসেনের এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। 
 
শোকবার্তায় বলা হয়, পটুয়াখালী বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব এ, ওয়াই, এম, কামারুজ্জামান রবিবার (১২অক্টোবর) দিবাগত রাত ১০.৫৬ মিনিটে বার্ধক্যজনিত কারনে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ..... রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি দুই পুত্র, এক কন্যা ও নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৩ অক্টোবর) আছরবাদ তার প্রথম জানাজার নামাজ বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিলবিলাস বাজার আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বিলবিলাস মৃধা বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 
তিনি শিক্ষকতা পেশার মাধ্যমে প্রথম তার কর্মজীবন শুরু করেন বাউফলের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয় ১৯৭০ সালে। পরবর্তীতে তিনি ঢাকা শের-ই- বাংলা  নগর বালক উচ্চ বিদ্যালয় ও বাউফল মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকতা করেন। ১৯৮৫ সালে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং ২০০৩ সালে অবসরে যান।