কিশোরগঞ্জ সংবাদদাতা:
বিদেশ যাওয়ার স্বপ্নভঙ্গের হতাশা থেকে মাইক ভাড়া করে এলাকার মানুষকে সরাসরি গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক যুবক। ভিসা
হাতে থাকার পরেও অর্থের অভাবে বিদেশ যেতে না পারায় নিজের
ক্ষোভ সামাজিকভাবে প্রকাশ করেছেন আনোয়ার হোসেন রাব্বি নামের ওই যুবক।
গত শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে
গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা রাব্বি নিজ এলাকায় মাইক ভাড়া করে এক বক্তৃতার মাধ্যমে
নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গত তিন-চার
মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু মাত্র ১ লাখ টাকা
না থাকায় যেতে পারছেন না। লোন পাওয়ার আশায় ১৩টি সমিতির দ্বারস্থ হয়েও ব্যর্থ হয়েছেন।
ভিডিওটিতে রাব্বি বলেন,
"আমার নাম আনোয়ার হোসেন রাব্বি। আমি কারো টাকা মেরে খাইনি, কারো ক্ষতি করিনি। তাহলে কেন আমার সাথে এমন আচরণ?"
তিনি আরও দাবি করেন, এলাকাবাসীর কিছু মানুষ আগে থেকেই তাকে বাঁধা দিয়ে আসছিল। একপর্যায়ে হতাশা থেকে তিনি মাইক ভাড়া করে অকথ্য ভাষায় গালাগাল করেন। ওই সময় তিনি
একটি সৌদি ভিসা ও মেডিকেল রিপোর্ট
দেখিয়ে জানান, এর মেয়াদ ৩০
অক্টোবর শেষ হয়ে যাবে।
ভিডিওটির ক্যাপশনে রাব্বি লেখেন-
"প্রথমে
ক্ষমা চাইছি। আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। আমি কেন এমন করেছি, শুনুন।"
তিনি জানান, তাঁর একটি ছোট সন্তান রয়েছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার আশায় তিনি মরিয়া চেষ্টা করছেন। অটোরিকশা চালানো ও বিকাশের ব্যবসার
অংশ হয়ে অর্থ জোগাড়ের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করেন।
এই ঘটনার পর স্থানীয়দের মাঝে
মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাঁর প্রতি সহানুভূতি দেখালেও, অনেকেই প্রকাশ্যে এমন আচরণকে অনভিপ্রেত ও সমাজবিরোধী বলে
সমালোচনা করছেন।
বিশ্লেষণমূলক
দৃষ্টিভঙ্গি:
এই ঘটনা আমাদের সমাজে হতাশাগ্রস্ত যুবকদের অবস্থা ও অর্থনৈতিক অনিশ্চয়তার
চিত্র তুলে ধরে। এ ধরনের প্রকাশ
জনগণের মধ্যে আলোচনার সৃষ্টি করলেও, সমস্যার মূল কারণগুলো — যেমন ক্ষুদ্রঋণ ব্যবস্থার সীমাবদ্ধতা, বিদেশে যাওয়ার প্রক্রিয়ার আর্থিক ব্যয় এবং স্থানীয় সামাজিক বৈষম্য — তা বিবেচনার দাবি
রাখে।