বিয়ের ৮ দিন পর নববধূর মৃত্যু, শোকের ছায়া

Date: 2025-11-05
news-banner
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা:
মাত্র আট দিন আগে বিয়ে হয়েছিল। মেহেদির রং এখনো মুছে যায়নি। এরই মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মীম আক্তার (১৭) নামে এক নববধূর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গা উপজেলার বেগুয়ার গ্রামে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বাবার বাড়িতে বিষপান করে মীম আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ বিষপান করেন মীম। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
নিহত মীম আক্তার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়ারখাল গ্রামের উমেদ আলীর মেয়ে। মাত্র আট দিন আগে তার বিয়ে হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে সাকিবের সঙ্গে। বিয়ের চার দিন পর স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে এসে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
মীমের ভাই সাব্বির হোসেন বলেন, “বিয়ের পর ওরা বেশ ভালোই ছিল। হাসিখুশি ছিল সব সময়। কী কারণে এমন করল, কেউ বুঝতে পারছে না।”
ভাশুর সাইফুল ইসলাম বলেন, “আমরা শুনেছিলাম মীমের আগে একবার বিয়ে হয়েছিল। তবুও আমাদের পরিবার বিষয়টি নিয়ে কোনো সমস্যা করেনি। ওদের মধ্যে কোনো ঝামেলাও ছিল না।”
নববধূর মা রতœা খাতুন জানান, “মীমের একটু মানসিক সমস্যা ছিল। আগেও একবার বিয়ে দিয়েছিলাম, দুই দিনের মধ্যেই ভেঙে যায়। এবার ভেবেছিলাম সব ঠিক হবে। সেদিন জামাই সাকিব আমার ছেলের সঙ্গে মার্কেটে গিয়েছিল, মীম একা ছিল। কখন যে বিষ খেল, কেউ বুঝতে পারেনি।”
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম) বলেন, খবর পেয়ে লাশ  থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে মরদেহ।

Leave Your Comments