বিশ্বের শক্তিশালী ঝড় মেলিসা’র আঘাতে জ্যামাইকায় সাতজনের মৃত্যু

Date: 2025-10-28
news-banner

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় হারিকেন মেলিসা জ্যামাইকার দিকে ধেয়ে আসছে। ইতোমধ্যে দেশটিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি শুধু ২০২৫ সালের ভয়ংকরতম ঘূর্ণিঝড়ই নয়, বরং জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে। খবর-বিবিসি।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, মেলিসার সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার) — যা ক্যাটাগরি-৫ মাত্রার, অর্থাৎ হারিকেনের সর্বোচ্চ স্তর। বর্তমানে ঝড়টি ক্রমশ শক্তি সঞ্চয় করছে এবং আগামী মঙ্গলবার সকালে জ্যামাইকায় স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর আগে হাইতি ও ডমিনিকান রিপাবলিকে এই ঝড়ে চারজনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট সাতজনের প্রাণহানি ঘটেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মেলিসার গতিবেগ তুলনামূলক ধীর হওয়ায় এটি দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এর ফলে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে।

এনএইচসি-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতাসের গতি ও নিম্নচাপের মাত্রার বিচারে মেলিসা এখন পর্যন্ত ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ঝড়।

বিবিসির অংশীদার সিবিএস জানিয়েছে, যদি বর্তমান গতিতে এটি জ্যামাইকায় আঘাত হানে, তবে এটি হবে ১৮৫১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন।

সোমবার সন্ধ্যায় জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (ঢ)-এ জানিয়েছে, ঝড়ের আগেই তিনজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ অবস্থান অনুযায়ী, মেলিসা রাজধানী কিংস্টন থেকে প্রায় ১৪৫ মাইল (২৩৩ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এবং এটি ঘণ্টায় ৩ মাইল (৬ কিলোমিটার) গতিতে পশ্চিম-উত্তর-পশ্চিমমুখী হয়ে অগ্রসর হচ্ছে।

এনএইচসি পরিচালক মাইকেল ব্রেনান জ্যামাইকার জনগণকে সতর্ক করে বলেছেন,

“দয়া করে বাইরে বের হবেন না। বিপর্যয়কর বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে, যা জীবননাশের কারণ হতে পারে।”

Leave Your Comments