ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তল ও গাঁজাসহ গ্রেফতার ২

Date: 2025-10-27
news-banner
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও ১১৫ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইসহাক হাছান (২৩) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর হাটি (মৃধাবাড়ী) গ্রামের আতাউর রহমান লিটনের ছেলে ও একই জেলার শিবপুর উপজেলার চক্রধা (দক্ষিণপাড়া) গ্রামের আবুল হাসেমের ছেলে সুমন মিয়া (৩৮)।
আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 
অভিযানকালে প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিনসহ ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজা, ১২ ক্যান বিদেশি বিয়ার ও ৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে।
advertisement image

Leave Your Comments