ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: 
যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় পাচারকালে ২৮ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিজিবি। রবিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এসব মদ জব্দ করা হয়। জব্দ করা মদ সিএনজির (কম্প্রেসার মেশিন) ভেতরে বিশেষ কায়দায় রাখা হয়েছিল।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল চান্দুরা বাইপাস নামক এলাকায় অভিযান পরিচালনা করে। সিলেট হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় যেতে থাকা একটি যাত্রীবাহী বাসে রাত আড়াইটার দিকে তল্লাশি চালানো হয়।
ওই সময় বাসটির ভিতর থেকে ২৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটককৃত বিদেশি মদের দাম প্রায় ৪৪ হাজার টাকা।
লে. কর্ণেল মো. জাব্বার আহমেদ আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্য এসব মদ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।