চাঁদপুরে শিশুর কোছ থেকে গ্রেনেড উদ্ধার

Date: 2025-09-27
news-banner

অনলাইন ডেক্স:

জেলা চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। আগামীকাল (২৭ সেপ্টেম্বর) রবিবার সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে গ্রেনেডটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, দুপুরে একটি শিশু নদীর পাড় গ্রেনেডটি পেয়ে বাড়িতে নিয়ে খেলাধুলা শুরু করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা ৯৯৯- ফোন করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে।

পুলিশ সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। আগামীকাল সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে।দায়িত্বরত সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করেছে। ইতোমধ্যে বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘স্থানীয়রা গ্রেনেডটির খবর পেয়ে দ্রুত ৯৯৯ নম্বরে ফোন দেন।

 

 


Leave Your Comments