গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ সহ গুলিবিদ্ধ-৩

Date: 2025-11-05
news-banner

চট্টগ্রাম সংবাদদাতা:

মহানগরী চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী। বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।  

বিএনপির মিডিয়া সেল থেকে এক পোস্টে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, “চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগ চলাকালে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হন। হামলাকারীরা তার পায়ে গুলি করে।”

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, “এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে গুলি চালায়। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কেন এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। এরশাদ উল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জেনেছি। আমরা ঘটনাস্থলে রয়েছি, বিস্তারিত পরে জানাতে পারব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এরশাদ উল্লাহ ওই সময় বায়েজিদ বোস্তামী এলাকায় নির্বাচনী প্রচারণা করছিলেন। দুর্বৃত্তরা প্রথমে সরওয়ার বাবলা নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে এরশাদ উল্লাহ, সরওয়ার বাবলাসহ তিনজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave Your Comments