চট্টগ্রামের শিক্ষক-শিক্ষার্থীদের বাউফল সফর: ঐতিহ্যবাহী মৃৎশিল্পে মুগ্ধতা

Date: 2025-10-20
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী মৃৎশিল্প পরিদর্শনে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সফর উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম। তিনি বাউফলের ঐতিহ্য, সংস্কৃতি ও স্থানীয় শিল্পের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “বাউফলের মৃৎশিল্প কেবল একটি পেশা নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এই শিল্পকে টিকিয়ে রাখতে নতুন প্রজন্মকে আগ্রহী করতে হবে।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. মোশারেফ হোসেন, বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু এবং উপজেলা কৃষি কর্মকর্তা মিলন মিঞা।

আলোচনা শেষে সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু অতিথিদের নিয়ে বাউফল পৌর এলাকার বিভিন্ন মৃৎশিল্প স্টল ঘুরে দেখেন। তিনি মৃৎশিল্পীদের জীবন-জীবিকা, উৎপাদন প্রক্রিয়া ও ঐতিহাসিক পটভূমি সম্পর্কে খোঁজখবর নেন।

শিক্ষক ও শিক্ষার্থীরা বাউফলের মৃৎশিল্প দেখে মুগ্ধ হন এবং এ ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

advertisement image

Leave Your Comments