চুয়াডাঙ্গায় নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন

Date: 2025-10-31
news-banner

চুয়াডাঙ্গা সংবাদদাতা :

৪৮ বৎসরের ইতিহাস ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরকে  বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টার  প্রতিবাদে চুয়াডাঙ্গা  জেলায়  মানববন্ধন কর্মসূচি পালন করেছে নার্সেস এসোসিয়েশন চুয়াডাঙ্গা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটের সময়  বাংলাদেশ নার্সেস  এসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে এ   মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নার্সেস  এসোসিয়েশন ( বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রেহেনা পারভিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,পারুল মন্ডল,নাজমুল হক, রাজিয়া খাতুন, রেবা খাতুন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা নার্সেস এসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমিন আক্তার।

advertisement image

Leave Your Comments