ডিসপ্লেযুক্ত স্মার্টগ্লাস উন্মোচন

Date: 2025-09-24
news-banner

অনলাইন ডেক্স:

রেব্যান ও মেটা ডিসপ্লেযুক্ত স্মার্টগ্লাস উন্মোচন করেছে। প্রতিষ্ঠান দুটি ২০২৩ সাল থেকে যৌথভাবে স্মার্টগ্লাস তৈরি করছে। তৈরীকৃত আগের মডেলগুলোতে ডিসপ্লে দেওয়া ছিলনা।এবার ডিসপ্লে দেওয়ার সুবাদে মডেলটির নাম দেওয়া হয়েছে রেব্যান-মেটা ডিসপ্লে।

 স্মার্টগ্লাসটির বডির মধ্যে রয়েছে নিজস্ব প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, মাইক্রোফোন এবং লেন্সের মধ্যে দেওয়া হয়েছে কালার ডিসপ্লে। এর রেজল্যুশন ৬০০ থেকে ৬০০ পিক্সেল এবং ব্রাইটনেস পাঁচ হাজার নিট পর্যন্ত।

কড়া রোদেও তাই ব্যবহার করতে অসুবিধা হবে না এই সানগ্লাসটিকে। বিভিন্ন ধরনের কাজ করা যাবে মেটা এআইয়ের মাধ্যমে।

প্রশ্নের উত্তর জেনে নেওয়ার পাশাপাশি লাইভ ভাষান্তরের সুবিধা ও ছবি-ভিডিও ধারণ করা যাবে। বেশ কিছু মেটা অ্যাপ- ফেসবুক বা ইনস্টাগ্রাম এতে বিল্ট-ইন থাকবে।

এআই অ্যাসিস্ট্যান্ট আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্যই এটি তৈরি করা হয়েছে। স্মার্টগ্লাসটির পুরো প্যাকেজটির মূল্য ৭৯৯ ডলার থেকে শুরু।  

নিয়ন্ত্রণ করার জন্য জেসচার ব্যবহার করা যাবে স্মার্টগ্লাসটিতে। এ কারনে নিউরাল ব্যান্ড থাকছে প্রতিটি গ্লাসের সঙ্গে থাকছে।

 


Leave Your Comments