ফরিদপুর সংবাদদাতা:
জেলা ফরিদপুর সদরপুরে ১১ বছরের একটি শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে শামিম
বেপারী নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার (৯ নভেম্বর) রাতে শিশুটির মামা বাদী
হয়ে অভিযুক্ত শামিমের নামে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে শিশুটিকে বাড়ি থেকে উপজেলার
আল এহসান ইসলামীয়া মহিলা মাদরাসায় পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি । ঘন্টাখানেক
পরে শিশুটির খোঁজ-খবর নেওয়ার জন্য মাদরাসার শিক্ষকের মোবাইলে ফোন করলে শিশুটি মায়ের
কাছে ঘটনাটি জানায়।
শিশুটি মাকে বলেন, সদরপুর উপজেলার চর চাঁদপুর ভূইয়া ডাঙ্গী এলাকার কাঠ
বাগানের কাছে পৌঁছালে শামিম বেপারী ঔষধি গাছ আনার কথা বলে তাকে জঙ্গলে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর তাকে মাদরাসায়
পৌঁছে দেয়।
মামা ছত্তার খান (৪৪) বলেন, বাসায় ফিরে ভাগ্নির অবস্থার কথা জানতে
পারি। এরপর আমার বোন ও আমি মাদরাসায় গিয়ে ভাগ্নির কাছ থেকে সব শুনতে পাই এবং তাকে উপজেলা
স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করি।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, অভিযোগ পেয়েছি।
বিষয়টি দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।