ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে এমিটেশনের গহনা ছিনতাই

Date: 2025-10-22
news-banner

ফরিদপুর সংবাদদাতা:

জেলা ফরিদপুরে এক গৃহবধূর কানের দুল পিস্তল ঠেকিয়ে ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী ।  মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে পৌরসভার উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।  স্বর্ণের দুল ভেবে ছিনতাই করলেও কানের দুল দুটি ছিল ইমিটেশনের।  ঘটনাটি ধরা পড়ে পাশে থাকা মুদি দোকানের সিসি ক্যামেরায়। বিষু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস (৩৩) প্রতিদিনের মতো ভোর বেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে স্বামী বিষু দাসের ‘মা স্টোর’নামে  মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেল নিয়ে আসা দুই ছিনতাইকারী  তার কানে থাকা দুল ছিনিয়ে নিয়ে যায়। গৃহবধূ মঞ্জু রানী দাস বলেন, আমি দোকানের সামনের রাস্তা ঝাড়ু দিতে থাকা অবস্থায় হঠাৎ মোটরসাইকেলে দুইজন এসেই কানের দুল ধরে টান দেয়। পিস্তল বের করে বলে- চিৎকার করলে গুলি করে দেব। ভয়ে আমি নিজেই খুলে দিয়েছি। দোকানদার বিষু দাস বলেন, আমি অনেক রাতে ঘুমিয়েছি। তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। এরমধ্যে আমাকে ডেকে তোলা হয়। পরে রাস্তার সামনে আমার দোকানের সিসি ক্যামেরার ভিডিও দেখি। বিষু আরো বলেন, অম্বিকাপুর বাদিয়া পাড়া ও শোভারামপুর ফুলতলাও একইভাবে গত কয়েকদিয়ে আরো দুটি ঘটনা ঘটেছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

advertisement image

Leave Your Comments