ফরিদপুর সংবাদদাতা:
জেলা ফরিদপুরের ভাঙ্গায় ৬ বছরের
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাফি শিকদার (৭৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা
থানা পুলিশ। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শাফি সিকদারকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। সে ভাঙ্গা
উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা। শিশুটি স্থানীয় একটি সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে
জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে শিশু মেয়েটিকে ১০ টাকার লোভ দেখিয়ে
শাফি সিকদার নিজ বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন বাড়িতে কেউ ছিল না। প্রতিবেশী
এক নারী দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। ঘটনার এক দিন পর শনিবার শিশুটির বাবা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)
আশরাফ হোসেন বলেন, থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি
মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলছে। শনিবার রাতে এ মামলার আসামি শাফি
শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।