অনলাইন ডেক্স:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির
উদ্দিনের সঙ্গে সাংবাদিকদের সংগঠন বিজেসি, আরএফইডি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধিদলের
বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের
নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্বাচনী
সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নীতিমালা সংশোধনের প্রস্তাব
দেওয়া হবে।
প্রতিনিধিরা সিইসির কাছে নীতিমালায় প্রস্তাবিত সংশোধনীর
কপি তুলে দেবেন এবং দ্রুত নীতিমালা সংশোধনে প্রয়োজনীয় উদ্যাগ নেওয়ার জন্য প্রধান নির্বাচন
কমিশনার সিইসিকে অনুরোধ জানানো হবে।
প্রতিনিধিদলে আরএফইডির সভাপতি কাজী জেবেল ও সাধারণ
সম্পাদক গোলাম রাব্বানীসহ অনেক সাংবাদিক নেতারা উপস্থিত হয়েছেন।
সূত্র: কালেরকন্ঠ