গাইবান্ধায় বৃদ্ধা ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

Date: 2025-11-03
news-banner

গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধার সাদুল্লাপুরে বৃদ্ধা ধর্ষণ মামলার প্রধান আসামি আইয়ুব আলী (৪৫)কে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাদুল্লাপুর থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তার আইয়ুব আলী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের আকবর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক এবং দুই সন্তানের জনক।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব আহম্মেদ জানান, ঘটনার পর থেকেই আইয়ুব আলী পলাতক ছিলেন। পরে তার অবস্থান শনাক্ত করে পুলিশ মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে সড়ক পথে সাদুল্লাপুরে আনা হচ্ছে, এবং সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর দুপুরে আলীনগর গ্রামের এক বৃদ্ধা মাঠে ছাগল চরাতে গেলে আইয়ুব আলী তাঁর হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। ভুক্তভোগী সাত সন্তানের জননী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার পর ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন।

advertisement image

Leave Your Comments