ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সাত
কেজি গাঁজাসহ ভাই-বোন গ্রেপ্তার হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে সদর উপজেলার সুলতানপুর
থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তার ভাই-বোন হলেন- আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার
পূর্বপাড়া সৈয়দ বাড়ির প্রয়াত খুরশিদ আলমের ছেলে কবির হোসেন (২৮) ও তার বড় বোন আরিফা
আক্তার (৩০)। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
সকাল সোয়া সাতটার দিকে সুলতানপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে  দুজনকে সাত কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। দুই
সহোদরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।