পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়াখালীর কলাপাড়ায় ঘুষ ও প্রতারণার অভিযোগে
এক সরকারি কর্মচারীকে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। বুধবার বিকেলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ
ঘটনা ঘটে।
মারধরের
শিকার গোলাম রাব্বি রনি, ইউএনও অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার একাধিক
অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রনি সরকারি ঘর, গভীর নলকূপ এবং চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু ব্যক্তির কাছ থেকে টাকা নেন।
প্রতারণার শিকার কয়েকজন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ
করেন। পরে তিনি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও গত দুই মাস
ধরে অফিসে অনুপস্থিত ছিলেন।
স্থানীয়
সূত্র জানায়, রনি সরকারি ঘর বরাদ্দের কথা
বলে প্রতি জনের কাছ থেকে ২৭ হাজার টাকা নিয়ে জাল দলিল সরবরাহ করেন। পরবর্তী
সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি শনাক্ত করেন।
বুধবার বিকেলে রনিকে ইউএনও অফিসে দেখতে পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা তাঁকে ঘিরে ফেলেন এবং গণধোলাই দিয়ে একটি কক্ষে আটক করে রাখেন। পরে প্রশাসনের কর্মকর্তারা তাঁকে উদ্ধার করেন।
ঘুষ নেওয়ার কথা স্বীকার করে রনি বলেন,“অনেকেই এখন বেশি টাকা দাবি করছেন। যারা ৮ হাজার দিয়েছেন,
তারাও ২৭ হাজার ফেরত
চাইছেন।”
কলাপাড়ার ইউএনও কাওছার হামিদ বলেন,
“অভিযুক্ত রনি দুই মাস ধরে অফিসে অনুপস্থিত। জেলা প্রশাসককে জানানো হবে তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি।”