হাতঘড়ি থেকে স্মার্টওয়াচ; কোনটি কার জন্য

Date: 2025-10-14
news-banner

অনলাইন ডেস্ক:

মানুষের চলার গতিপথ বদলে দিয়েছে হাতঘড়ির উদ্ভাবন। সময় মাপার যন্ত্র হিসেবে শুরু হলেও প্রযুক্তির বিবর্তনে ঘড়ি এখন স্মার্ট ডিভাইসে রূপ নিয়েছে। স্প্রিং ঘড়ি থেকে শুরু করে কোয়ার্টজ, ডিজিটাল ঘড়ির পর এবার বাজার দখল করেছে স্মার্টওয়াচ।

স্মার্টওয়াচ কীভাবে কাজ করে-

ফোনের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হয়ে স্মার্টওয়াচ কাজ করে। এতে হার্ট রেট সেন্সর, স্টেপ ট্র্যাকিং, এক্সারসাইজ ও ক্যালরির হিসাব রাখা, সময় ও নোটিফিকেশন দেখার সুবিধা থাকে। চিকন ও ছোট ডিসপ্লে বিশিষ্ট ডিভাইসগুলোকে বলা হয় স্মার্টব্যান্ড, আর হাতঘড়ি আকৃতির বড় ডিসপ্লেওয়ালা ডিভাইস হলো স্মার্টওয়াচ।

অপারেটিং সিস্টেম ও ফিচার

বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টওয়াচ পাওয়া যায়।

স্মার্টব্যান্ড ও বাজেট স্মার্টওয়াচে নতুন অ্যাপ ইনস্টল করা যায় না, তবে ব্যাটারি লাইফ দীর্ঘ—এক সপ্তাহেরও বেশি।

হুয়াওয়ে (Harmony OS) ও অ্যামেজফিট (Zepp OS) ওয়াচে কিছু অ্যাপ ইনস্টল করা যায়, তবে অ্যাপের সংখ্যা সীমিত।

সবচেয়ে উন্নত হলো অ্যাপলের Watch OS ও গুগলের Wear OS—যেখানে অসংখ্য অ্যাপ ও ওয়াচফেস ইনস্টল করা যায়, তবে ব্যাটারি স্থায়িত্ব তুলনামূলক কম, দুই-এক দিনেই ফুরিয়ে যায়।

কোনটি কার জন্য ফিটনেস ও সময় দেখা:

যাঁদের কেবল ফিটনেস ট্র্যাকিং ও সময় দেখাই প্রয়োজন, তাঁদের জন্য স্মার্টব্যান্ড যথেষ্ট। হালকা, সাশ্রয়ী (৪–৫ হাজার টাকা), ব্যাটারি টেকসই।

স্টাইল ও বড় ডিসপ্লে:

যারা বড় স্ক্রিনে নোটিফিকেশন পড়তে বা কল রিসিভ করতে চান, তাদের জন্য বাজেট স্মার্টওয়াচ ভালো বিকল্প (৮–১২ হাজার টাকা)।

অ্যাডভান্সড ফিচারপ্রেমী ব্যবহারকারী:

অ্যাপল ওয়াচ বা ওয়্যারওএস চালিত ঘড়ি সবচেয়ে উপযোগী, তবে দাম বেশি—২০ হাজার থেকে লাখ টাকার ওপরে। আইফোনে কেবল অ্যাপল ওয়াচই পুরোপুরি কার্যকর, অন্য ওয়্যারওএস ডিভাইস সেখানে কাজ করে না।

কেনার আগে যা মনে রাখবেন

স্মার্টওয়াচের পারফরম্যান্স মূলত নির্ভর করে এর সফটওয়্যারের ওপর। অপরিচিত ব্র্যান্ডের অ্যাপ ও সেন্সর অনেক সময় অকার্যকর বা ভুল তথ্য দেয়।

তাই নির্ভরযোগ্য ব্র্যান্ডের ডিভাইস বেছে নেওয়া, কেনার আগে রিভিউ দেখা ও OLED ডিসপ্লে ও Always-On ফিচারযুক্ত মডেল কেনা উত্তম। ঘড়িটি যদি সাধারণ বেল্ট সমর্থন করে, সেটি বাড়তি সুবিধা।

 


Leave Your Comments