হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণে ইহকাল-পরকালে সাফল্য: ধর্ম উপদেষ্টা

Date: 2025-10-26
news-banner

অনলাইন ডেক্স:

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে জীবন আলোকিত হবে। ইহকাল ও পরকালে সফলতা অর্জন সম্ভব হবে।

২৬ অক্টোবর (রোববার) রাজধানীর গুলশানে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে গুলশান সেন্ট্রাল মসজিদ এন্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপ-কমিটি।

ধর্ম উপদেষ্টা বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শে জীবন পরিচালনার মধ্যেই সকল কল্যাণ নিহিত। “আমরা যদি তাঁর আদর্শে চলতে পারি, তবে ইহকাল ও পরকালে আমরা সাফল্য লাভ করবো,”— বলেন তিনি।

তিনি সকলকে রাসূলুল্লাহ (সা.)-এর সীরাত অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, “পাপ মানুষকে ধ্বংস করে দেয়। পাপ হলে তওবা করতে হবে, পাপের পথ থেকে ফিরে আসতে হবে।”

সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনের পরামর্শ দিয়ে ড. খালিদ হোসেন বলেন, “ইবাদত কবুলের প্রধান শর্ত হলো হালাল উপার্জন। হারাম পথে অর্জিত সম্পদে লালিত দেহ বেহেশতে প্রবেশ করবে না। তাদের নামাজ, রোজা, হজ বা জাকাত— কোনো কিছুই কবুল হবে না।”

তিনি আরও বলেন, “সকল কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সৎকর্মের জন্য রয়েছে পুরস্কার, আর পাপের জন্য কঠিন শাস্তি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান সেন্ট্রাল মসজিদ এন্ড ঈদগাহ সোসাইটির সভাপতি মেজর (অব.) এ মতিন চৌধুরী। সহসভাপতি লুৎফুল কবির সাদীসহ কমিটির অন্যান্য সদস্যরাও বক্তব্য রাখেন।

পরে ধর্ম উপদেষ্টা ক্যালিগ্রাফি, ইসলামি জ্ঞান ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

advertisement image

Leave Your Comments