বাগেরহাট সংবাদদাতা:
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের
ঘাগড়ামারি ফুলতলি খালসংলগ্ন এলাকায় হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়ে এক বানর। রক্তাক্ত
পায়ে কষ্ট পাচ্ছিল প্রাণীটি, চোখে ছিল ভয় আর মুখে ছিল বাঁচার আকুতি। বন বিভাগের টহলদল
সময়মতো উপস্থিত হয়ে প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে, পরে তাকে তার
প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়।
বন বিভাগ জানায়, শনিবার (১৮
অক্টোবর) দুপুরে ‘প্যারালাল লাইন সার্চিং’ পদ্ধতিতে নিয়মিত টহল দিচ্ছিলেন বনরক্ষীরা।
হঠাৎ করুণ এক প্রাণীর চিৎকারে সাড়া দিয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, একটি বানর
সিটকা ফাঁদে আটকে আছে। দ্রুত ব্যবস্থা নিয়ে ফাঁদটি কেটে বানরটিকে মুক্ত করেন তারা।
আহত প্রাণীটি প্রাথমিক চিকিৎসার
পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এ সময় বনরক্ষীরা হরিণ শিকারীদের পেতে রাখা আরও ১০টি সিটকা
ফাঁদ জব্দ করেন।
পূর্ব সুন্দরবন বিভাগীয় বন
কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, "সুন্দরবনে হরিণ ধরার জন্য পাতা ফাঁদে
অনেক সময় নিরীহ অন্যান্য প্রাণীও আটকা পড়ে মারা যায়। আমরা নিয়মিত টহল চালিয়ে এসব ফাঁদ
উদ্ধারে কাজ করছি।"
তিনি আরও বলেন, “সুন্দরবন রক্ষায়
স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত জরুরি। যারা হরিণের মাংস কেনেন বা শিকারীদের আশ্রয় দেন,
তারাও পরোক্ষভাবে এই অপরাধে জড়িত। সবাই সচেতন হলে বাঁচবে সুন্দরবনের প্রাণ, রক্ষা পাবে
আমাদের বিশ্ব ঐতিহ্য।”