‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের উপর হামলা; আহত ১০

Date: 2025-10-30
news-banner

চট্টগ্রাম সংবাদদাতা:

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ‘জুলাইযোদ্ধা’ নামে পরিচিত একদল সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) রাতে নগরের পাহাড়তলীর সাগরিকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে পুলিশ।

পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন জানান, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে— মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধরের শিকার কয়েকজন জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের ইনিংস চলাকালে কিছু দর্শক সাকিব আল হাসানের নামে প্লাকার্ড প্রদর্শন করছিলেন। জুলাইযোদ্ধারা এতে আপত্তি জানালে তারা সাময়িকভাবে প্লাকার্ড সরিয়ে নেন। তবে কিছুক্ষণ পর আবার প্রদর্শন করলে পুনরায় বাধা দিতে গেলে অভিযুক্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

পুলিশ বলছে, পুরো ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং কারা জড়িত তা শনাক্তের কাজ চলছে।

তথ্য সূত্র: কালেরকন্ঠ

advertisement image

Leave Your Comments