জমি ও টাকার বিরোধে সংঘর্ষ, নারী নিহত, আহত ৬

Date: 2025-10-21
news-banner

শেরপুর সংবাদদাতা :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জমি ও টাকা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মরিচফুল বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহত মরিচফুল বেগম ঝিনাইগাতীর বানিয়াপাড়া এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার কালীবাড়ী বাজার সংলগ্ন বানিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- জসমত আলী (৩৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৬), সুজন (১৮), হুজুরা বেগম (৩০) ও লাল মিয়া (৪০)। তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিচফুল বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার জয়নাল, ফরিদ ও বাবুল সরকার গংদের দীর্ঘদিন ধরে জমি ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরেই ফরিদ ও কালামের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মরিচফুল বেগমের পরিবারের ওপর হামলা চালানো হয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলেই মারা যান মরিচফুল বেগম। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, মরিচফুল বেগমের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আকলিমা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। ইতোমধ্যে থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

 

advertisement image

Leave Your Comments