বিশ্ব ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে
এক ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জরুরি নির্দেশ
জারি করে সব এমডি-১১ কার্গো বিমান উড্ডয়ন নিষিদ্ধ করেছে।
গত মঙ্গলবার ইউপিএস পরিচালিত
একটি ম্যাকডনেল ডগলাস এমডি-১১ বিমান লুইসভিল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই
বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। ভয়াবহ ওই দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হন, যাদের মধ্যে
তিনজন ছিলেন ক্রু সদস্য।
দুর্ঘটনার পর ইউপিএস
ও ফেডেক্স নিজেদের এমডি-১১ বহর সাময়িকভাবে গ্রাউন্ড করে। বিমান প্রস্তুতকারক বোয়িং,
যারা ১৯৯৭ সালে ম্যাকডনেল ডগলাস অধিগ্রহণ করে, সকল অপারেটরকে একই পদক্ষেপ নিতে পরামর্শ
দেয়।
এফএএ তাদের জরুরি নির্দেশে
জানিয়েছে, বিমানের বাম ইঞ্জিন ও পাইলট উড্ডয়নের সময় আলাদা হয়ে যাওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত
নেওয়া হয়েছে। সংস্থাটি আশঙ্কা করছে, একই ধরনের ত্রুটি অন্য এমডি-১১ বিমানে বিদ্যমান
থাকতে পারে বা ভবিষ্যতে দেখা দিতে পারে।
ইউপিএস জানিয়েছে, তারা
সতর্কতার স্বার্থে এমডি-১১ বহর সাময়িকভাবে স্থগিত করেছে, যা তাদের মোট বহরের প্রায়
৯ শতাংশ। ফেডেক্সও জানিয়েছে, তারা তাদের ২৮টি এমডি-১১ বিমান (মোট ৭০০ বিমানের বহর থেকে)
উড্ডয়ন বন্ধ রেখেছে।
বোয়িং এক বিবৃতিতে বলেছে,
“আমরা এমডি-১১ ফ্রেইটারের তিনটি অপারেটরকেই উড্ডয়ন স্থগিতের পরামর্শ দিয়েছি, যতক্ষণ
পর্যন্ত অতিরিক্ত প্রকৌশল বিশ্লেষণ সম্পন্ন না হয়।”
তথ্য সূত্র: বাংলাদেশ
প্রতিদিন।