নেত্রকোনা সংবাদদাতা:
জেলা নেত্রকোনার পূর্বধলায় একটি জঙ্গল থেকে এক নবজাতকের
মরদেহ উদ্ধারের ঘটনায় শাহ আলম (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার
(৮নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধারের পর রবিবার সকালে ওই নবজাতকের মা বাদী হয়ে নারী ও
শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগকারীর স্বামী
দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করায় অভিযুক্ত শাহ আলমের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক
গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে ওই একাধিকবার মেলামেশা করলে ওই নারীর সাথে গর্ভবতী হয়ে
পড়েন।
৭ (নভেম্বর) শুক্রবার দুপুরে শাহ আলম জোরপূর্বক
গর্ভপাতের ওষুধ খাওয়ানোর পর তিনি মৃত সন্তান প্রসব করেন। পরে মরদেহটি পাশের। একটি জঙ্গলে
ফেলে দেওয়া হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
নূরুল আলম বলেন, নবজাতকটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহটির
ডিএনএ পরীক্ষার জন্য সকল তথ্য সংগ্রহ করা হয়েছে।