খাগড়াছড়িতে স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার

Date: 2025-09-25
news-banner

অনলাইন ডেক্স:

জেলা খাগড়াছড়িতে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকায় সেনাবাহিনীর সহায়তায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলা সদরের সিঙিনালা এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষণ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠন। 

ছাত্রীর বাবা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও তাঁর মেয়ে প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়েছিল। কিন্তু বাড়িতে ফিরতে দেরি করায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে স্থানীয় একটি মন্দিরের পাশে পরিত্যক্ত জায়গায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর পরই প্রশাসন ঘটনার সাথে জড়িত একজনকে আটক করে।

 


Leave Your Comments