খুলনার গলা কাটা রনি গ্রেফতার

Date: 2025-09-25
news-banner

অনলাইন ডেক্স:

মহানগরী খুলনায় আশরাফুল করিম ওরফে রনি ওরফেগলা কাটা রনিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন গুলি উদ্ধার করা হয়। তিনি ১২ মামলার পলাতক আসামি।

সূত্র জানায় বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে চালানো হয়। ওই সময়  নগরীর গোবরচাকা মেইন রোডের খালাসি বাড়ির মোড় এলাকায় রফিকের চায়ের দোকানের সামনে থেকে রনিকে গ্রেপ্তার করা হয়। রনি খুলনার বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে।

পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, রনির বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড আধিপত্য বিস্তারে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতারের ঘটনায় খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে পুলিশ নিশ্চিত করেছে।  

 


Leave Your Comments