কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে-গৃহবধূ গ্রেফতার

Date: 2025-10-13
news-banner

বগুড়া সংবাদদাতা:

বগুড়ার গাবতলীতে চাকরি ও উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে ‘এডিএ মিউজিক’ নামের একটি অ্যাপের মাধ্যমে প্রায় আড়াইশ গ্রাহকের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লাকি খাতুন (৩০) নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের ওয়াপদা পুরান বগুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় ‘এডিএ মিউজিক’ নামে একটি প্রতিষ্ঠান খুলে চলতি বছরের জানুয়ারি থেকে এই প্রতারণা শুরু করেন লাকি খাতুন। প্রথমে ৩,৮০০ টাকা বিনিয়োগে দৈনিক ১২৫ টাকা মুনাফার প্রলোভন দেখানো হতো। পরে ধীরে ধীরে বড় অঙ্কের বিনিয়োগে আরও বেশি মুনাফা দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করা হয়।

ভুক্তভোগীরা জানান, পঞ্চম লেভেল চালুর আগেই লাকি খাতুন অফিসে তালা ঝুলিয়ে টাকাসহ উধাও হন। এ ঘটনায় স্থানীয় বাগবাড়ি তদন্ত কেন্দ্রে অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি।

তারা আরও জানান, লাকির সঙ্গে চঞ্চল নামে আরেক সহযোগীও এই প্রতারণায় জড়িত। প্রতারণার প্রতিবাদে গত ৩০ সেপ্টেম্বর ভুক্তভোগীরা মানববন্ধন করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

শনিবার রাতে লাকি খাতুনকে বগুড়ার ওয়াপদা এলাকায় দেখতে পেয়ে ভুক্তভোগীরা তাকে আটক করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বলেন,

“ভুক্তভোগী ফেরদৌস আলম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই নারীকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, “এডিএ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইনে বিনিয়োগের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রাথমিকভাবে আড়াইশ জনের বেশি লোক প্রতারিত হয়েছেন।”

 


Leave Your Comments