কুমিল্লায় অস্ত্রসহ তিন কিশোরকে আটক

Date: 2025-10-28
news-banner

  1. কুমিল্লা সংবাদদাতা:

    বিভাগীয় শহর কুমিল্লার লাকসামে অস্ত্রসহ তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার প্রধান গেট এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামের মৃত এরশাদের ছেলে কামরুল হাসান ফাহিম (১৭), ধামৈছা গ্রামের আবুল কালামের ছেলে মিনহাজুল আবেদীন নাঈম (১৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে জিয়াদুল ইসলাম হৃদয় (১৭)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ৬–৭ জন কিশোরকে প্রধান গেট এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তিনজনকে আটক করে।

    পরে তাদের শরীর তল্লাশি করে ধারালো চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।

    লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,

    “স্থানীয়দের সহযোগিতায় অস্ত্রসহ তিন কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা স্থানীয় একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য।”

    তিনি আরও জানান,অস্ত্রের উৎস ও তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    তথ্য: সূত্র কালেরকন্ঠ

advertisement image

Leave Your Comments