মানিকগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

Date: 2025-10-13
news-banner

অনলাইন ডেক্স: 

মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর, সিংগাইর, ঘিওর ও সাটুরিয়া উপজেলায় এসব মরদেহ উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ শহরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া মহল্লার একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে সোমবার দুপুরে আবু হানিফ (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবুল বসরের ছেলে। নিহতের সাবেক স্ত্রী বৃষ্টি আক্তার বলেন,

“বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন হানিফ। ফেরত দিতে না পারায় তিনি মানসিক চাপে ছিলেন। পাওনাদাররা টাকা চাইতে এলে ভয়ে গলায় ফাঁস দেন।”

হাসপাতালের পাশে অজ্ঞাত মরদেহ

একই দিন সকালে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সিংগাইরে গৃহবধূর আত্মহত্যা

সিংগাইর উপজেলার দেওলি গ্রামে পারিবারিক কলহের জেরে রোজিনা আক্তার (২৮) নামের এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিষপানের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘিওরে গলায় ফাঁস

ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে সোনা মিয়া (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর স্ত্রীর মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। রবিবার রাতে বোনজামাইয়ের বাড়িতে গিয়ে আত্মহত্যা করেন তিনি।

সাটুরিয়ায় শ্রমিক নিহত

সাটুরিয়া উপজেলার বারবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কারখানায় কাজ করার সময় ছাদ থেকে একটি ড্রাম পড়ে রাসেল মাহমুদ (৩০) নামে এক শ্রমিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাসেল জামালপুর সদর উপজেলার রুহুল্লী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “পৃথক ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিটি ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।” ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোহিনূর মিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন।

 


advertisement image

Leave Your Comments