ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহের এক গৃহবধূকে মোবাইল অ্যাপের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচারের চেষ্টাকালে জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় ওই নারীকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা শহর থেকে ওই গৃহবধেূকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মোবাইল অ্যাপের মাধ্যমে ভারতীয় নাগরিক বিট্টু খান নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ওই নারীর। প্রেম ও অর্থের প্রলোভনে পড়ে তিনি স্বামী-সন্তান ছেড়ে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলায় গিয়ে পাসপোর্ট তৈরি করে ভারতে যাওয়ার প্রস্তুতি নেন।
থানা পুলিশ জানায়, নিখোঁজের ঘটনায় ভুক্তভোগী ওই নারীর স্বামী হরিণাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই ডায়েরির সূত্র ধরে সাইবার ইনভেস্টিগেশন সেল ও থানা পুলিশের যৌথ উদ্যোগে চুয়াডাঙ্গা শহরে অভিযান পরিচালনা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ‘ওই নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘সম্প্রতি মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা ও পাচারের ঘটনা বেড়েছে। এ ধরনের অপরাধ রোধে আমরা কঠোর অবস্থান গ্রহণ পুলিশ তৎপর রয়েছে।