ময়মনসিংহে প্রতিবন্ধী নারীদের সেলাই মেশিন বিতরণ

Date: 2025-10-11
news-banner
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ কাঁচিঝুলি প্রতিবন্ধী আত্মউন্নয়ন সংস্থার (প্রআউস) আয়োজনে প্রয়াউস হলরুমে আজ শনিবার দুপুরে দ্বিতীয় পর্বের সেলাই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
প্রতিবন্ধী নারীদের কে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রতিবন্ধী আত্মউন্নয়ন সংস্থা প্রতিবছরই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ১০জন প্রতিবন্ধী নারীদের নিয়ে ছয় মাসের সেলাই প্রশিক্ষণ কৌর্স সমাপনী শেষে সেলাই মেশিন ও প্রশিক্ষণ সনদ প্রদান করা হয় । 
ময়মনসিংহ পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করা প্রতিবন্ধী নারীদের কে সেলাই মেশিন ও প্রশিক্ষণ সনদ প্রদান করেন । এবং প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিবন্ধীদের কে উদ্যোক্তা হয়ে উঠার অনুপ্রেরণা দেন । তিনি বলেন, আপনারা বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও সেলাই প্রশিক্ষণ শেষ করেছেন, এখন নিজেদের কে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিজের ই । আপনাদের কে এখন একটি সেলাই মেশিন উপহার দেওয়া হচ্ছে সেটি দিয়ে কাজ করে আয়ের অর্থ দিয়ে পরবর্তী বছর যেনো নিজেরাই আরো একটি সেলাই মেশিন কিনে নিতে পারেন এভাবে একটি থেকে দুইটি ও দুইটি থেকে চারটি , চারটি থেকে আটটি সেলাই মেশিন দিয়ে একজন ভালো উদ্যোক্তা হয়ে উঠবেন। নিজেরা সেলাই লিখেছেন অন্যদের ও শেখাবেন । তাহলেই দেশের অর্থনীতি অগ্রসর হবে সমগ্র দেশের উন্নয়ন হবে ।
‎এ্যসিস্টেন্ট প্রফেসর জনাব ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ রতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী নারীদেরকে সেলাই মেশিন প্রদান করেন । এবং প্রতিবন্ধীদের উদ্দেশ্য বলেন, আপনারা এখন আর পরনির্ভরশীল নয় , এখন নিজেরা নিজেদের উপার্জনের অর্থ দিয়ে ভালোভাবে জীবন যাপন করতে পারবেন, এর পরেও যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাদের প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থায় এসে যোগাযোগ করবেন।
‎প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার পরিচালক জনাব আতাউর রহমান জুয়েল এসময় প্রতিবন্ধী নারী-পুরুষ সহ অসহায় বিধবা ও দুঃস্থদের স্বাবলম্বী করণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা করেন ।
‎সেলাই মেসিন, সেলাই প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণী শেষে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার পরিচালক জনাব আতাউর রহমান জুয়েলের সাথে  প্রধান অতিথি ময়মনসিংহ পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম, বিশেষ অতিথি ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ রতন সহ আমন্ত্রিত শিক্ষক ও সাংবাদিকবৃন্দ সকল অতিথিবৃন্দ একত্রিত হয়ে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার নারীদের হাতের শিল্পকর্ম পরিদর্শন করেন ।
advertisement image

Leave Your Comments