বিডিফেস২৪ ডেক্স: 
বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ
বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনে চলমান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি সরকারকে শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান।
সোমবার
(২০ অক্টোবর) দুপুরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আয়োজিত মহাসমাবেশে অংশ নিয়ে বিএনপির এই নেতা বলেন,
“ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে, তবে ২০ শতাংশ বাড়িভাড়া
পাওয়া যায়নি। ৫ শতাংশ বাড়িভাড়া
পর্যাপ্ত নয়, বিশেষ বিবেচনার দাবি রয়েছে। তবে মানুষের ক্ষতি যাতে না হয়, সেদিকে
খেয়াল রাখতে হবে।”
এ্যানি
শিক্ষক-শ্রমিকদের ৯ দিন ধরে
সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে শিক্ষকদের দাবির প্রতি নীতিগত একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “তারেক রহমান আগেই বলেছেন, নির্বাচনের পর বিএনপি সরকার
গঠন করলে সব বেসরকারি এমপিওভুক্ত
শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি।”
শিক্ষকদের
মর্যাদা ও জাতীয়করণের প্রতি
গুরুত্বারোপ করে এ্যানি বলেন, “শিক্ষকদের বারবার রাস্তায় নামতে হয়, আগামীতে যেন আর আন্দোলন না
করতে হয় সে জন্য
পূর্ণ জাতীয়করণ অপরিহার্য। আপনাদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে। আপনারা জাতিকে আলোর পথে নিয়ে যাচ্ছেন।”
গত
রবিবার সরকার বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির
প্রজ্ঞাপন জারি করলেও শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করেছেন
এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত
আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। আজ তাদের কেন্দ্রীয়
শহীদ মিনারে মহাসমাবেশ এবং আমরণ অনশন চলছে।
অপরদিকে,
শিক্ষক নেতারা জানিয়েছেন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা
বৃদ্ধির তিন দফা দাবি মেনে নেওয়া না হলে শ্রেণিকক্ষে
ফেরত যাবেন না তারা।
এছাড়াও,
বিএনপির পাশাপাশি গণ অধিকার পরিষদ,
এনসিপি ও অন্যান্য রাজনৈতিক
দলও শিক্ষকদের এই দাবির সঙ্গে
একাত্মতা প্রকাশ করেছে। তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত
এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে শিক্ষক নেতারা সতর্ক করেছেন।