নারায়নগঞ্জ সংবাদদাতা:
জেলা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে
নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধভাবে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পরে রবিবার (৯ নভেম্বর)
ছয়জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই ভুক্তভোগী।
গণধর্ষেণের স্বীকার ও তরুণী যাদের বিরুদ্ধে অভিযোগ
করেন তার হলো-সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪), রাশেদ (২২) ও শফিক
(২৪)।
তরুনীর অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (৮ নভেম্বর)
দুপুরে সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় জোর করে একটি মাইক্রোবাসের
ভেতরে নিয়ে ওই ছয়জন যুবক তরুণীকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী তরুণী জানান, অভিযুক্তরা তার মা জান্নাতুন
নাহারের কাছে প্রায় চার লাখ টাকা পাওনা ছিল। সেই টাকার বিনিময়ে তারা ওই নারীর কাছে
একটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিলেন, যা সাইদুলের কাছে ছিল। পরে পাওনা পরিশোধের পর
যখন স্ট্যাম্পটি ফেরত চাইলে সাইদুলসহ ছয়জনপ্রতারণার ফাঁদে ফেলে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি;
তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।