নবম দিনে শিক্ষক ও কর্মচারীদের আন্দোলন অব্যাহত

Date: 2025-10-20
news-banner

বিডিফেস২৪ ডেক্স:

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা আজ সোমবার নবম দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা তিন দফা দাবি মেনে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাস্তবায়নের দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারীরা জানান, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা করার সরকারি সিদ্ধান্ত বাস্তবতা থেকে অনেক দূরে। তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১৫০০ টাকা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবি পুনর্ব্যক্ত করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর সরকার বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দিলেও শিক্ষক-কর্মচারীরা ৫ অক্টোবর ঘোষণাটি প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের ডাক দেন। পরে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা অন্তত দুই থেকে তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।

গত রোববার বিকেলে শিক্ষক-কর্মচারীদের ‘ভুখা মিছিল’ কর্মসূচি শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু করলে হাইকোর্ট মাজার গেটে পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়ে। বিকেল পৌনে ৫টায় তারা আবার শহীদ মিনারে ফিরে অবস্থান নেন। সন্ধ্যায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন।

শিক্ষক ও কর্মচারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেছেন।

 

Leave Your Comments