নলছিটিতে জনপ্রতিনিধির সরকারি অর্থ লোপাট, তদন্ত কমিটি গঠন

Date: 2025-10-22
news-banner

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার ৭নং নাচনমহল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকনের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও বাস্তবায়নে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের একাধিক প্রকল্পের বরাদ্দ নিয়ে বড় ধরনের দুর্নীতির অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্যানেল চেয়ারম্যান খোকন বিভিন্ন প্রকল্পের বরাদ্দে প্রভাব বিস্তার করে স্বজনপ্রীতি ও ব্যক্তিগত স্বার্থে কাজ বণ্টন করেছেন। এতে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এলাকাবাসীর লিখিত অভিযোগ পাওয়ার পর নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন বিষয়টি তদন্তে নেন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন তিনি। কমিটি ইতোমধ্যে সরজমিনে গিয়ে প্রকল্পগুলোর কাজ পরিদর্শন করেছে।

ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, “অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তদন্ত কমিটির সদস্যরা জানান, তাঁরা দ্রুত তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেবেন।

 

advertisement image

Leave Your Comments