নলছিটিতে জামায়াতে ইসলামী’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Date: 2025-11-02
news-banner

মোঃ রাশেদ খান মিঠু নলছিটি (ঝালকাঠী) থেকে-

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

দপদপিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ (নলছিটি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম।

সমাবেশে প্রধান অতিথি বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের। যেখানে কোরআন সুন্নাহ অনুযায়ী রাস্ট্র পরিচালিত হবে। তাকবেনা সুদ ঘুষ দুর্নীতি। আপনাদের সহযোগীতায়ই এদেশে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। 

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা হেলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ তাকদীর আকনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী।

advertisement image

Leave Your Comments