নলছিটির শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

Date: 2025-11-01
news-banner

মোঃ রাশেদ খান মিঠু, নলছিটি (ঝালকাঠি) থেকে-

ঝালকাঠির নলছিটিতে বিএনপির উঠান বৈঠকে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় কৃষক, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষার বিষয়গুলো জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি-২ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী বিশ্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুম শরীফসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বৈঠক শেষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপির নেতাদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

advertisement image

Leave Your Comments