নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে পড়ে মৃত্যু

Date: 2025-10-10
news-banner
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে তাহছিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর লাশ পাওয়া গেছে। শুক্রবার (১০ অক্টোবর)  সকালে একটা পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০ টার পর থেকেই শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে  লোকমুখে শোনে তার বাবা মার সন্দেহ হলে রাতভর মসজিদের পুকুরে খোঁজ করেন।  শুক্রবার ভোরে তাহছিনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে। কসবা থানা ওসি মোহাম্মদ আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত তাহছিন ইসলাম নূর আখাউড়া উপজেলার টান মান্দাইল গ্রামের খাইরুল ইসলাম বাবুর ছেলে। সে ধর্মপুর পূর্বপাড়ার মৃত আব্দুস সামাদ ওরফে চেমু মিয়ার মেয়ে আকলিমা আক্তারের একমাত্র সন্তান। তাহছিন ইসলাম নূর মায়ের সাথে কয়েক মাস আগে নানা বাড়ীতে আসেন। 
advertisement image

Leave Your Comments