নাটোরে বাবা মেয়ের এইচএসসি পাস -প্রশংসার ঝড়

Date: 2025-10-18
news-banner

নাটোর সংবাদদাতা:

নাটোরের লালপুরে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যেখানে বাবা এবং মেয়ে একসঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এই ঘটনা প্রশংসার ঝড় তুলেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের আব্দুল হান্নান এবং তার মেয়ে হালিমা খাতুন পৃথক দুটি কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন।

আব্দুল হান্নান জানিয়েছেন, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর জীবনের অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারেননি। কিন্তু ২৫ বছর পর, ২০২৩ সালে রুইগাড়ি হাই স্কুলে গিয়ে পুনরায় এসএসসি পরীক্ষা দেন এবং পাস করেন। এই সময়ে তিনি কাউকেও জানানো ছাড়াই স্কুলে ভর্তি হন এবং নিজের মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে সফল হন। এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে স্থানীয়রা তাকে প্রশংসায় ভাসান।

এ বছর, তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এবং তার মেয়ে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এবং একসঙ্গে পাস করেন। মেয়ে হালিমা খাতুন বলেছেন, "পরিবারে দরিদ্রতা থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই, একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।"

আব্দুল হান্নান বর্তমানে তার স্ত্রী, এক মেয়ে এবং দুই ছেলেকে নিয়ে সংসার পরিচালনা করছেন এবং তার এই অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার প্রতি ভালোবাসা এলাকায় এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, "শিক্ষার বয়স নেই প্রমাণ করেছেন আব্দুল হান্নান। আমরা তাকে স্বাগত জানাই এবং যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, উপজেলার পক্ষ থেকে তা প্রদান করা হবে।"

এমন উদাহরণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে শিক্ষা এবং অধ্যাবসায়ের শক্তি সমাজের প্রত্যেক স্তরে ছড়িয়ে পড়তে পারে।

 

advertisement image

Leave Your Comments