নাটোরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ

Date: 2025-11-05
news-banner
নাটোর সংবাদদাতা: 
জেলা নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে লালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতাকর্মী ও সমর্থকরা এ রেল লাইন অবরোধ করেন।  
এ সময় রেলপথে শত শত নেতাকর্মী ও সমর্থকরা শুয়ে পড়ে বিক্ষোভ করেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এসময় পুতুলের প্রার্থীতা প্রত্যাহার করতে নেতাকর্মীরা নানা স্লোগান দেন। 
এদিকে বিএনপির মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের ভাই ডাঃ ইয়াসির আরশাদ রাজনের কর্মী সমর্থকরাও সড়ক পথ অবরোধ বিক্ষোভ মিছিল করছেন। 
এ নিয়ে লালপুর বাগাতিপাড়া উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। 

Leave Your Comments