নতুন ধারাবাহিক ‘ঘুরিতেছে পাঙ্খা’ আসছে আরটিভিতে ১৩ অক্টোবর থেকে

Date: 2025-10-09
news-banner

বিনোদন প্রতিবেদক:
হিমু আকরামের রচনা ও পরিচালনায় গাজীপুরের বিলবিলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’-র শুটিং। অভিরামপুর গ্রামের মজার সব মানুষ, তাদের প্রেম-ঝগড়া, স্বপ্ন আর ‘ডিশ সংযোগ’ ব্যবসাকে ঘিরে গড়ে উঠেছে এই নাটকের গল্প।

নাটকের মূল কাহিনি তিন বন্ধুকে নিয়ে—বাবুল, মোহন ও পাঙ্খা। তারা মিলে চালায় ‘পাঙ্খা স্যাটেলাইট’ নামের একটি ডিশ কোম্পানি। গ্রামের ‘বিজ্ঞানী’ পাঙ্খার হাতির পিঠে বিয়ের স্বপ্ন, কুংফু ওস্তাদ বাবুলের সোনার দাঁতের শখ, আর সুদের কারবারি মোহনের প্রেমজট—সব মিলিয়ে ঘটতে থাকে নানা হাস্যরসাত্মক ঘটনা।

গল্পে দেখা যাবে আরও অনেক রঙিন চরিত্র—ঘোড়ায় চড়া আতর আলী ফকির, রহস্যময় অফিসার মোকলেস, প্রভাবশালী মগা ভাই, বউয়ের চোখে ধরা মোহনের রাশিচক্র, প্রেমের ত্রিভুজে গোলাপি-কুসুম-কোকিলা এবং পুরান ঢাকার ক্যাবল ব্যবসায়ী সফদার মিয়ার মেয়ে বিজলি।

দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিক নির্মাণে ফিরেছেন হিমু আকরাম। গত বছর তিনি কলকাতার স্বস্তিকা মুখার্জিকে নিয়ে ‘আলতাবানু জোছনা দেখেনি’ চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলেন। তবে ভারত-বাংলাদেশের ভিসা জটিলতায় সেই সিনেমার কাজ স্থগিত থাকায় নতুন করে নাটকে মন দিয়েছেন নির্মাতা।

নাটকটি নিয়ে হিমু আকরাম বলেন,

“ঘুরিতেছে পাঙ্খা শুধু কৌতুকধর্মী সিরিয়াল না; এখানে গ্রামীণ জীবনের স্বপ্ন, হাসি-কান্না আর সম্পর্কের রঙ উঠে আসবে। আমি চাই দর্শকরা হাসির ভেতর নিজেদের জীবনও খুঁজে পাক।”

‘পাঙ্খা’ চরিত্রে অভিনয় করছেন রাশেদ সীমান্ত—তার ক্যারিয়ারের এটি দ্বিতীয় ধারাবাহিক। আরও অভিনয় করছেন আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, ড. এজাজ, সাদ্দাম মাল, জিল্লু, মায়মুনা মমো, রোজী সিদ্দিকী, জারা নুর, এস কে বাপ্পি, অদিতি জাহান অথই, আমিন আজাদ ও সঞ্জিব আহমেদ।

অস্থির সময়ের অদ্ভুত সব পরিস্থিতির ভিড়ে দর্শকদের হাসাবে ‘ঘুরিতেছে পাঙ্খা’।
ধারাবাহিকটি প্রচার শুরু হবে ১৩ অক্টোবর থেকে আরটিভিতে, সপ্তাহে চার দিন রাত ৯টা ২০ মিনিটে।


Leave Your Comments