নিখোঁজের ১দিন পরে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

Date: 2025-10-19
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালী বাউফল কাছিপাড়া ইউপির উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাহিদ মৃধা (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মৃত দেহ উদ্ধার করা হয়।

নিহত নাহিদ কাছিপাড়া ইউপির উত্তর পাকডাল এলাকার নিজাম মৃধার ছোট ছেলে ও উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী।

গত শনিবার (১৮ই অক্টোবর) সকাল থেকেই নাহিদের নিখোঁজের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাহিদের বাবা নিজাম মৃধা ও তাঁর মা সালমা বেগম বিভিন্ন স্থানসহ সকল আত্মীয় স্বজনদের বাড়ীতে খোজাখুজি করেও কোনো সন্ধান পাননি। দুপুরে তার মরদেহ ভাষতে দেখে স্থানীয়রা মৃত উদ্ধার করে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

 

 

 

 

advertisement image

Leave Your Comments