বিডিফেস
ডেক্স:
আসন্ন
দুর্গাপূজা নির্বিঘ্নভাবে
উদযাপনের লক্ষ্যে বুধবার থেকে ২ অক্টোবর পর্যন্ত
সারা দেশের পূজামণ্ডপে
দুই লাখের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।
মঙ্গলবার
(২৩ সেপ্টেম্বর) দুপুরে বাহিনীর
মুখপাত্র উপপরিচালক মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক নিরাপত্তা পরিকল্পনা কার্যকর করা হবে।
আনসার-ভিডিপি
মহাপরিচালক মেজর
জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদর দপ্তর ও মাঠ পর্যায়ের
কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং আনসার-ভিডিপি সদস্যদের নিরাপত্তা দায়িত্ব পালনে সতর্কতা, আন্তরিকতা ও জনগণবান্ধব মনোভাবের
ওপর গুরুত্বারোপ করেন।
হিন্দু
সম্প্রদায়ের এ দুর্গাপূজার সময়
পূর্ণ নিরাপত্তার জন্য পূজামণ্ডপগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, যাতে ঝুঁকির ভিত্তিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।