নিজস্ব সংবাদদাতা:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের
ভেতর ও বাইরে থেকে বড় শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে। শারীরিক আক্রমণের পাশাপাশি
সাইবার হামলা ও সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছড়ানোর আশঙ্কার কথাও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের
বৈঠকে তিনি বলেন, “যত ঝড়ঝাপটা আসুক, আমাদের তা অতিক্রম করতে হবে।” বৈঠকে সমাজমাধ্যমে
অপতথ্য রোধ, মাঠ প্রশাসনের পদায়ন, নির্বাচনি প্রশিক্ষণ ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
প্রেস সচিব শফিকুল আলম জানান, ভুয়া তথ্য মোকাবিলায় উপজেলা
পর্যায় পর্যন্ত দুটি কমিটি গঠন করা হবে এবং ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ
নেওয়া হবে। নির্বাচনকালীন নিরাপত্তায় ৯২,৫০০ সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনাও
জানানো হয়।
এছাড়া প্রবাসী, কারাবন্দি ও দায়িত্বে থাকা কর্মকর্তাদের
ভোটদানে সহায়তার জন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগ চলছে।
অন্যদিকে সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের আট খণ্ড প্রতিবেদন
গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। তিনি প্রতিবেদনটির সহজবোধ্য সংস্করণ বই আকারে প্রকাশ ও
শিক্ষার্থীদের জন্য পাঠ্য করার আহ্বান জানান।
তথ্য সূত্র: কালেরকন্ঠ