নদে গোসেল নেমে দুই বন্ধু নিখোঁজ

Date: 2025-10-20
news-banner

মেহেরপুর সংবাদদাতা:

জেলা মেহেরপুর মুজিবনগর নদে গোসলে নেমে দুই যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রশিকপুরে ভৈরব নদের স্লুইস গেটের কাছে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- সদর উপজেলার আমদহ গ্রামের মাহির হোসেনের ছেলে কৌশিক (২১) এবং একই উপজেলার টেংরামারি গ্রামের হান্নান শেখের ছেলে নিলয় হোসেন (২১)।

স্থানীয়রা জানান, নিলয় ও কৌশিকসহ ৬ বন্ধু দুপুর ১টার দিকে নদের স্লুইচ গেটের কাছে গোসলে নামে। ওই সময় স্রোতে কৌশিক ও নিলয় স্লুইজ গেট থেকে জোয়ারের তোরে দূরে চলে যায় এবং কিছুক্ষণ পরে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল তল্লাশি চালাচ্ছে। তবে এখনো তাদের কারো সন্ধান মেলেনি। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে নদের দুই পাড়ে ভিড় করে স্থানীয়রা।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের টিম উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন। নৌবাহিনীর ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে।’

advertisement image

Leave Your Comments