নাটোর সংবাদদাতা:
বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমান এবার এমন ভিশন এমন কর্মসুচি দিবে ঘরে বসে, বাড়ি থেকে ডলার ইনকাম করবেন, পাউন্ড ইনকাম করবেন। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে যে রাষ্ট্র কাঠামো পরিচালিত হবে। এটা হচ্ছে নতুন একটা আধুনিক বাংলাদেশ। আমাদের বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তারেক রহমানের নেতৃত্বে এই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে।বাংলাদেশ অর্থনৈতিকভাবে সকল ক্ষেত্রে স্বয়ংসম্পন্ন  একটা আত্মনির্ভরশীল জাতিতে  পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। এজন্য ঐক্যবদ্ধ বিএনপি'র বিকল্প নেই।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নাটোর সদর  উপজেলার ৩ নং দিঘাপতিয়া  ইউনিয়নের ৩ নং ওর্য়াডের দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় ও তেগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটি গঠনের উপলক্ষে দিঘাপতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিয় সভায় এসব কথা বলেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য    আবুল কালাম আজাদ, শহিদুল্লাহ সোহেল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাসিম উদ্দিন নাসিম সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।